Follow us:-
পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ কর্তৃক আয়োজিত ১২ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষক মোছা: আয়েশা সিদ্দিকা এর সঞ্চালনায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী এর সভাপতিত্বে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, সদস্য আয়শা বেগম এবং পিইউবি ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সানমুন রহমান। অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন মোল্লা, বিওটি সচিব মোঃ খোরশেদ আলম, উপপরিচালক (পিআর অ্যান্ড অ্যাডমিন) মোঃ জাহেদুল আলম, প্রক্টর মোঃ শাকিল হোসেন এবং এস্টেট অফিসার নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সাফল্যময় কর্মজীবন কামনা করেন।