Follow us:-
পুণ্ড্র ইউনিভার্সিটি’র সিই বিভাগের প্রথম রি-ইউনিয়ন অনুষ্ঠিত
‘বন্ধু কি খবর বল!’ এরকম আনন্দ উচ্ছ্বাসে বহুদিন পর হঠাতই দেখা হয়ে যায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পুরাতন শিক্ষার্থীদের। ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার তাদের প্রাণের ক্যাম্পাস পুণ্ড্র’তে মিলিত হয়েছিল তারা। নতুন পুরাতন শিক্ষার্থীদের কলতানে পরিপূর্ণ হয়ে ওঠে পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাস। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। রি-ইউনিয়ন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও স্মৃতিচারণ, ছবি তোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি নানা আয়োজনে সিই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দিনভর আনন্দময় সময় কাটিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মি. সৌমিত্র কুমার মুৎসুদ্দি, চেয়ারম্যান (সিভিল) আইইবি, ড. আবু নাসের চৌধুরী, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি, ইঞ্জিনিয়ার মোঃ হামিদুল হক, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, আরএইচডি। বক্তারা আগামী দিনের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় সিই বিভাগের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সিই বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র দাস আলোচনায় স্বাগত বক্তব্য দেন। দর্শক সারিতে বিওটি’র সদস্য আয়শা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মহিউদ্দিন মোল্লা, উপ পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম ও বিওটি সচিব জনাব খোরশেদ আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম। উল্লেখ্য, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সিই বিভাগ থেকে এ পর্যন্ত ০৭টি ব্যাচ গ্রাজুয়েশন সম্পন্ন করেছে।